রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে সরকার এন্টারপ্রাইজ ফ্রিজ টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা জয়পুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

সাঈদুজ্জামান (টিটু)
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৮৯ বার

সাঈদুজ্জাম (টিটু)
শুক্রবার রাত ০৮টায় জনাব মোঃ খোরশেদ আলম খোকন মাষ্টারের সভাপতিত্বে, শফিকুল ইসলাম আবুর পৃষ্ঠপোষকতায় এবং রাশেদুল আল আমিন রাসেল ও হাবিবুর রহমান হবির স্ঞাচলনায় আশানপুর নবাজাগরণ যুব সংঘ বনাম দেবিদ্বার ব্যাডমিন্টন একাডেমী মধ্যকার ফাইনাল খেলাটির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহাবাদ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মাসুদ এবং উক্ত ফাইনাল খেলাটি উদ্ধোধন করেন ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সালাউদ্দিন রুহুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, ফতেহাবাদ আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ মফিজুল ইসলাম , দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জনাব মোঃ মোসলেহ উদ্দিন মাষ্টার সহ প্রভাষক সাইফুল ইসলাম শামীম
উক্ত ফাইনাল খেলার উদ্ধোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখার সত্বাধিকারী ও অথৈ বিজনেস সেন্টারের চেয়াম্যান জনাব জি এম ফারুক, জয়পুর এমপি ফাযিল মাদ্রাসার কারযকরী কমিটির সভাপতি মোশারফ হোসেন সোহরাব, জাকির হোসেন সুজন, ভিপি ময়নাল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, আবদুল্লাহ আল মামুন হিরন, আবুল বাশার লিটন, বিল্লাল হোসেন, জাহাঙীর আলম সরকার, সুমন কন্ট্রাকটর, জসিম উদ্দিন সরকার, আতাউর রহমান খান, দেলোয়ার হোসেন মেম্বার, সফিকুল ইসলাম ধনু, খলিলুর রহমান, সম্ভাব্য মহিলা মেম্বার তাছলিমা বাবুল, রাশেদা ফেরদৌসী এবং দেবিদ্বার নাগরিক টেলিকাস্ট এর ভিডিওগ্রাফার সাঈদুজ্জামান টিটু।
শীতের কনকনে ঠান্ডার মাঝে বিপুল পরিমাণ খেলাপ্রিয় মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে খেলাকে আরো প্রানবন্ত করে তুলেন।
পুরো খেলাটি লাইভে সম্প্রচার করেন দেবিদ্বার নাগরিক টেলিকাস্ট এবং টুর্নামেন্টটি স্পন্সরের দায়িত্বে ছিলেন সরকার এন্টারপ্রাইজ, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক খলিলপুর শাখা, তাজমহল সেনিটারী ও ইলেকট্রিক এবং দেবিদ্বার নাগরিক টেলিকাস্ট।
উক্ত ফাইনাল খেলায় দেবিদ্বার ব্যাডমিন্টন একাডেমী জয়লাভ করে।খেলা শেষে অতিথিগণ রানার্স আপসহ বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102