মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
—————————
অরাজনৈতিক সংগঠন ড্রিম বয়েজ দেবিদ্বার’র আনুষ্ঠানিক যাত্রা ১৯৯৮ সালে ২০০১ ব্যাচ এর এক ঝাক তরুনদের নিয়ে।
অরাজনৈতিক সংগঠন (ড্রিম বয়েজ দেবিদ্বার)কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার অরাজনৈতিক একটি সেচ্ছাসেবী সংগঠন।যদি ভাগ করে নাও দুঃখ সূখ,বিচ্ছিন্নতা নয় হোক সংযোগ,এই স্লোগানকে সামনে রেখে, একতা,সততা,বন্ধুত্ব মূলনীতি নিয়ে এই শ্লোগান সামনে নিয়ে কাউছার হায়দারের নেতৃত্বে সকল সদস্যের অভিনব এক মাধ্যমে ২৩ বছরে পা রাখলো ২০২১ সাল ১০ ই জানুয়ারী (ড্রিম বয়েজ দেবিদ্বার)
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট হাই স্কুলের একঝাক তরুন দেবিদ্বারে অবস্থানরত ছাত্রদের নিয়ে গঠিত একটি সেচ্ছাসেবী সংগঠন ড্রিম বয়েজ দেবিদ্বার।
কাউছার হায়দার এর বক্তব্যে তিনি বলেন সকল সদস্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সমুন্নত রেখে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।সবসময়ের মতো আগামীতেও ড্রিম বয়েজ দবিদ্বারে’র নিজস্ব অর্থায়নে দেবিদ্বারবাসীসহ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, গরীব মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, দরিদ্র,পথশিশু,দুস্থ ও মেধাবী শিক্ষারর্থীদের সাহায্যার্থে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে সকল সদস্যের মতামতের ভিত্তিতে
কাউছার হায়দারকে সভাপতি করে আর সকল সদস্যকে সাধারন সদস্য করে ৬০ সদস্যের উপজেলা কমিটি করা হয়।প্রথম থেকে এই পর্যন্ত এই সংগঠনের কোন সদস্যের পদপদবি ছিলো না সবাই সদস্য ছিলো, কিন্তু কোন কিছুকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে একজন নেতৃত্ব দেয়ার মানুষ লাগে সেই সুবাদে সকল সদস্যের সম্মতি ক্রমে মোঃ কাউছার হায়দারকে সভাপতি করে ৬০ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি করা হলো।