মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
আসছে শিতে করোনার প্রকোপ বাড়তে পারে ভেবে দেবিদ্বারে করোনা রোগীদের জন্য যুক্ত হলো অক্সিজেন কনসেনট্রেটর মেশিন।আজ মোঙ্গলবার দুপুরে ড্রিম ডায়াগনস্টিক সেন্টারে দেবিদ্বারের সকল করোনা রোগীদের ফ্রি অক্সিজেন দেয়ার জন্য ডাঃ ফেরদৌস খন্দকার অক্সিজেন দরকার এমন সকল রোগীদের চিকিৎসার জন্য তিনটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও মাস্ক পাঠান যুক্তরাষ্ট্র থেকে।এবং এই মেশিন সকল রোগীদের জন্য উম্মোক্ত রাখা হবে।যেনো রোগীরা যে কোন সময় সহজে ফ্রি সেবা নিতে পারে।বিশেষ করে
করোনা রোগীদের অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে তিনটি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিন আজ রোজ সোমবার ২৭/১০/২০২০ ইং দেবিদ্বারে এসে পৌছেসে।
অক্সিজেন কনসেনট্রেটর এটি একটি মেশিন যেটা বিদ্যুৎ এর মাধ্যমে চালানো যায়। এ মেশিনটি বাতাস থেকে অক্সিজেন নিয়ে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে রোগীকে প্রদান করে।
ড্রিম ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি মোঃ কাউছার হায়দার তিনটি মেশিন ও এক কার্টুন মাস্ক বুঝে নেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার,সাংবাদিক,ও ড্রিম বয়েজের সদস্যরা।
মোঃকাউছার হায়দার বলেন,তিনটি মেশিন ও মাস্ক আমাদের দেবিদ্বার বাকসার গ্রামের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার নিজ অর্থায়নে দেবিদ্বার করোনা রোগীদের তাৎক্ষনিক চিকিৎসা প্রদানে সহায়তা হিসেবে কাজ করবে ভেবে যুক্তরাষ্ট্র থেকে এই মেশিন ও মাস্কগুলি আমাদের কাছে পাঠিয়েছেন, যেনো আমরা রোগীদের ফ্রিতে অক্সিজেন সেবা দিতে পারি।বিশেষ করে আসছে শিতে করোনা রোগীদের জরুরি প্রয়োজনে এই মেশিনগুলি কাজে আসবে।
করোনা শুরুর প্রথম থেকেই দেবিদ্বার তথা সারা বাংলাদেশের জাতির উদ্দেশ্যে বলেছিলেন নানা দুর্যোগ-সঙ্কটে বাঙালি জাতি সম্মিলিতভাবে সেগুলো মোকাবিলা করেছে।করোনাভাইরাসও একটা যুদ্ধ।দুর্যোগের সময় মনুষত্বের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার, মানবতা প্রদর্শনের’।সেই কথা ভেবেই বিভিন্ন সময় কোরোনা রোগী সহ অসহায়দের পাশে আর্থিক সহায়তা দিয়ে দেশের মানুষের পাশে থেকেছেন।এবং আগামীতেও মানবতার কাজে মানুষের পাশে থাকবেন।