এবিএম আতিকুর রহমান বাশার ঃ
(বি: দ্র: এ প্রতিবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বাহিরেও অনেক আলোকিত শিল্পী রয়েছেন। তাদেরকে উঠিয়ে আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবীদ্বারবাসীর প্রতি আহবান করা হল। কন্ঠ শিল্পী, টিভি ও চিত্র অভিনেতা ছাড়াও গ্রামে-গঞ্জে নাটক, যাত্রা-পালাম, জারী, সারি, পট সহ বাঙ্গালী সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে যাদের অবদান স্মরণীয় তাদের তুলে আনতে চাই। এ ক্ষেত্রে সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করছি।)
বেতার ও টিভি অভিনেতা পূর্ব ফতেহাবাদ গ্রামের ফখরুল হাসান বৈরাগী।
খলিলপুরের শিল্পি পরিবার ওয়াহাব নয় ভাইয়া উনার নাম আব্দুল হক আখন্দ তার স্ত্রী
রেডিও টেলিভিশন’র তালিকা ভূক্ত শিল্পী পরিবার’র সদস্য খলিলপুর গ্রামের কন্ঠ শিল্পী আব্দুল হক আখন্দ, ওনার স্ত্রী কন্ঠ শিল্পী নুরজাহান খানম, পুত্র দেশবরেণ্য গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পী লাকী আখন্দ, অপর পুত্র কন্ঠ শিল্পী হেপী আখন্দ, কণ্যা কন্ঠ শিল্পী জেসমিন আখন্দ।
বেতার শিল্পী গুনাইঘর গ্রামের বাবু কালীপদ দেব।
বাংলাদেশের চলচিত্র জগতের বিখ্যাত চলচিত্রকার ভিড়াল্লা গ্রামের রেজা লতিফ।
বিশিষ্ট ফটোগ্রাফার বনকোট গ্রামের বশির আহমেদ মূন্সী।
বিশিষ্ট ফটোগ্রাফার বশির হোসেন (মাশিকাড়া)।
টিভি অভিনেতা শহিদুল্লাহ সবুজ (গুনাইঘর)।
লেখক, গীতিকার, সূরকার, কন্ঠ শিল্পী হাবিব মোস্তফা (কালিকাপুর)।
কুমিল্লা বেতার’র গীতিকার, সূরকার, কন্ঠ শিল্পী সত্য রঞ্জন দাস (বড়আলমপুর)।
সিলেট বেতার কেন্দ্রের গীতিকার, সূরকার, কন্ঠ শিল্পী আব্দুল লতিফ (এলাহাবাদ)।
কথা সাহিত্যিক, লেখক ও গীতিকার শামিম আহমেদ টিটন ভূঁইয়া (প্রাকৃতজ কবি শামিম রুমি) (লক্ষীপুর)।
সিলেট বেতারের কন্ঠশিল্পী বারুরর গ্রামের আব্দুল মজিদ।
বংশিবাদক দেবীদ্বার গ্রামের ফরিদ আহমেদ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক এলাহাবাদ গ্রামের সায়েদ আলী সরকার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক ঘোষঘর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক চৌধূরী। বারেক চৌধূরীরর একটি যাত্রাপালায় বীর মুক্তিযোদ্ধা বারেক চৌধুরী নায়েক এবং বিশিষ্ট চিত্র শিল্পী অঞ্জু ঘোষ নায়িকার অভিনয় করেছিলেন। পরবর্তীতে ওই যাত্রাপালার পরেই অঞ্জুঘোষ চিত্রজগতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পান।
(চলমান….)
এবিএম আতিকুর রহমান বাশার,
রাজনীতিক, সাংবাদিক, কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক।
০১৭৬১৭৪০২২৭। ০১৮১৯৮৪৪১৮২।