গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে ড্রিম বয়েজ দেবিদ্বার।
মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ)
চলমান তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন ড্রিম বয়েজ দেবিদ্বার।
দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ও সরকারি হাসপাতালের রোগীদের মাঝে এই শরবত বিতরণ করা হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে ড্রিম বয়েজ দেবিদ্বারের সদস্যদের নিজ অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় এমন উদ্যোগ নেওয়া হয়।
বিষয়টি নিয়ে ড্রিম বয়েজ দেবিদ্বারের মুখপাত্র কাউছার হায়দার জানান সারা দেশে টানা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন সময় ড্রিম বয়েজ দেবিদ্বার সংগঠন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের জন্য মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজ আমরা প্রায় ১০০০ লিটার শরবত শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয়।সামনে বৃক্ষ রোপন সহ সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সামাজিক কাজ করে যাবো।