বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে ড্রিম বয়েজ দেবিদ্বার।

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার

গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে ড্রিম বয়েজ দেবিদ্বার।
মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ)
চলমান তীব্র তাপপ্রবাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে অরাজনৈতিক সংগঠন ড্রিম বয়েজ দেবিদ্বার।
দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ও সরকারি হাসপাতালের রোগীদের মাঝে এই শরবত বিতরণ করা হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে ড্রিম বয়েজ দেবিদ্বারের সদস্যদের নিজ অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় এমন উদ্যোগ নেওয়া হয়।
বিষয়টি নিয়ে ড্রিম বয়েজ দেবিদ্বারের মুখপাত্র কাউছার হায়দার জানান সারা দেশে টানা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন সময় ড্রিম বয়েজ দেবিদ্বার সংগঠন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মানুষদের ভুলে গেলে চলবে না। তাদের জন্য মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজ আমরা প্রায় ১০০০ লিটার শরবত শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয়।সামনে বৃক্ষ রোপন সহ সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সামাজিক কাজ করে যাবো।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102