শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

তীব্র গরম ও অতিরিক্ত লোডশেডিং,দেবিদ্বারে জনজীবনে চরম দুর্ভোগে।

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া (সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৪৩ বার

তীব্র গরম ও অতিরিক্ত লোডশেডিং। দেবিদ্বারে জনজীবনে চরম দুর্ভোগে।
মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ)
সারা দেশের ন্যায় দেবিদ্বােরে গরমের তীব্রতা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লোডশেডিং।
দুর্ভোগ লেগেছে জনজীবনে। এ অবস্থায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন দেবিদ্বার উপজেলার বাসিন্দারা।
গরম বাড়ার পর থেকেই দেবিদ্বারে লোডশেডিং বাড়তে শুরু করে। গত দের মাস ধরে দিনে রাতে নিয়ম করে বিদ্যুৎ থাকছে না।রমজানের পুরো মাস ছিলো ভয়াবহ লোডশেডিং যদিও ঈদের পরে কিছুদিন বিদ্যুৎ সমস্যা না থাকলেও আবার নতুন করে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে চরম আকারে।
এ অবস্থায় উপজেলার গ্রাম থেকে শহর সর্বত্রই দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। রাতে নির্ঘুম কাটাচ্ছেন লোকজন। রাতে পাঁচ-ছয়বার করে বিদ্যুৎ যায়। এক থেকে দেড় ঘণ্টা কোথাও এর চেয়ে বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না। হাসপাতালের রোগীরাও চরম কষ্ট পাচ্ছেন। স্বাভাবিক কাজ-কর্ম ব্যাহত হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠানেও।
মোঃ জামির হোসেন নামে পৌর এলাকার এক বাসিন্দা বলেন, গত কয়েকদিন ধরে রাতে ঠিকমত ঘুমানো যাচ্ছে না। সন্ধ্যা রাতেও বিদ্যুৎ থাকে না। আবার ১২টা-১টার দিকে চলে যায়।আবার ফজরের আজানের পরও চলে যায়,বাচ্চাদের নিয়ে ঘুমানোই দায় হয়ে দাড়িয়েছে। দিনেও নিয়ম করে লোডশেডিং হয়। পরিস্থিতি খুবই খারাপ।গ্রামের অবস্থা আরো শোচনীয় এ অবস্থায় সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে দাবি, জনগণের অবস্থা বিবেচনায় নিয়ে দেবিদ্বারে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হোক।
দেবিদ্বার শহরের ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ না থাকায় কোনো কাজই করা যাচ্ছে না। একটি কাজ অর্ধেক থাকতেই বিদ্যুৎ চলে যাচ্ছে, এতে আরও বেশি ক্ষতি হচ্ছে। কেন এমন বিদ্যুতের ঘাটতি হচ্ছে, সে বিষয়ে মাইকিং করে কোনো ঘোষণা বা বার্তা দিচ্ছে না দেবিদ্বার পল্লী বিদ্যুৎ বিভাগ,যে কোন সময় বিদ্যুৎ চলে যাচ্ছে।
দেবিদ্বার সরকারি হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় রোগীদের অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গেছে। প্রচণ্ড গরমে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ছে। রোগীরাও একই তথ্য জানিয়েছেন।
দেবিদ্বার পল্লী বিদ্যুৎ বিভাগ জানান ২৩ মেগাওয়াটের বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৬ থেকে ৮ মেগাওয়াট। যে কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।সারা দেশেই লোডশেডিং হচ্ছে।বৃষ্টি আসলে দুয়েকদিনের মধ্যেই এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে ধারণা করছে দেবিদ্বার পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল ১ ডিজিএম রেজাউল করিম খান।অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে দ্বিগুণ। যে কারণেই এ সংকট দেখা দিয়েছে।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102