রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

দেবিদ্বারে দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযান অব্যাহত।

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৪৫ বার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ)
———————-
দেবিদ্বার নিউমার্কে কাচা বাজারসসহ অবৈধ দোকান অপসারণে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে দেবিদ্বার প্রশাসন।বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বেলা ১০ টা থেকে রাত ০৮ টা পর্যন্ত এ অভিযান চলে।দেবিদ্বার ভূমি সহকারী অফিসার মোঃগিয়াস উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
তবে উচ্ছেদের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন কাচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি স্থায়ী পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান তাদের প্রতি অন্যায় করছেন প্রশাসন।
কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি ও দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন দেবিদ্বার শহরে বেড়ে চলা যানজটের সমস্যা সমাধানের দাবি দীর্ঘ দিনের। দেখলাম কাজ শুরু হয়েছে। আমরা ফুটপাথ থেকে উচ্ছেদ করা ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি রেখেছি।তবে ক্ষতিগ্রস্তদের যেন স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা হয়।
অভিযানের সময় একই দাবি উঠেছে দেবিদ্বার নিউমার্কেট কাচাবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহলেও। তারা বলেন পৌরসভা দোকান করার মতো ব্যবস্থা না নিলে না খেয়ে মরতে হবে।কেমন করে সংসার চলবে সেটাই ভাবছি।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা সভাপতি কাউছার হায়দার বলেন ফুটপাথের দোকানদারদের কোন সংগঠন নেই এটা ঠিক। তবু বলব ওদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি যেন দেখা হয়। পথচারীদের জন্য শহরের ফুটপাত দখলমুক্ত করা জরুরী।শহরের যানজট সমস্যা সমাধানের জন্য ফুটপাথ দখল মুক্ত করা দরকার। পৌরসভা সেটাই করছে তাই পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাই ।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102