শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

দেবিদ্বারে ৫২৩ বীর মু‌ক্তি‌যোদ্ধার সনদ যাচাই-বাছাই শুরু।

সৈয়দ খলিলুর রহমান বাবুল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৫০ বার

সৈয়দ খ‌লিলুর রহমান বাবুল।
দেবিদ্বার উপজেলার বেসামরিক গেজেটভূক্ত ৫২৩জন বীর মুক্তিযোদ্ধার মহান
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন যাচাই- বাছাই শুরু হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে।
মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক প্রকাশিত তালিকায় থাকা ৫২৩ জন যাদের নাম লালবার্তা এবং ভারতীয় তালিকায় নেই কিন্তু ভাতা পান, সেসব মুক্তিযোদ্ধাদেরই কেবল যাচাই বাছাই হবে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. বসিরুল আলম ভূঁইয়া জানান, প্রথম ধাপে গত বছরের ৮
ডিসেম্বর জামুকা কর্তৃক ৭৬৭জন মুক্তিযোদ্ধার যাচাই- বাছাই করার জন্য
তালিকা প্রেরন করলেও ওই তালিকা স্থগিত করে চলতি বছরের ৩ জানুয়ারী ৫২৩ মুক্তিযোদ্ধার যাচাই- বাছাইয়ের জন্য পাঠানো হয়। যা ৩০ জানুয়ারী শনিবার সকাল ১০ টা থে‌কে যাচাই-বাছাই করা হবে।
তিনি আরো বলেন, ৫২৩জন মুক্তিযোদ্ধার যাচাই বাছাই একদিনে সম্ভব নয়, তাই
একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের আলাদা করে যাচাই বাছাই করার
জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রস্তাব দিয়েছিলাম। তিনি ৩০
জানুয়ারী যাচাই- বাছাই কমিটির সভা শুরুর পর অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার কথা
বলেন। একজন মুক্তিযোদ্ধার জন্য সনাক্তকারী ৩জন করে থাকবেন, এছাড়াও প্রতি
ইউনিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ মুক্তিযোদ্ধাদের উপস্থিতি অনেক হবে।
প্রয়োজনে যাচাই বাছাই ৭- ১০দিনও লাগতে পারে।
মুক্তিযোদ্ধা যাচাই- বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর
প্রতিনিধি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. বসিরুল আলম ভূঁইয়া আহবায়ক,
স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ
সামসুল আলম (শেখ আলম) সদস্য, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি বীর
মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (নান্নু মিয়া) সদস্য এবং দেবীদ্বার উপজেলা
নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে সদস্য সচিব করে ৪ সদস্যের কমিটি
গঠন করা হয়ে‌ছে।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102