মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে প্রগতিশীল ছাত্র সংগঠনের পথসভা

এবি এম আতিকুর রহমান বাশার।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৫৫ বার

এ,বি,এম,আতিকুর রহমান বাশার

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশনে পথসভা করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় প্রগতিশীল ছাত্র সংগঠনের ঢাকা-নোয়াখালী লংমার্চের অংশ হিসেবে চান্দিনা বাস স্টেশনে ওই পথসভা করেন তারা। ঘন্টা ব্যাপী ওই পথসভা শেষে নেতা-কর্মীদের নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় বিশাল গাড়ি বহর।

এসময় বক্তৃতা করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক তৌফিকা জামান লিজা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক মেখমল্লার বসু প্রমুখ।

এসময় প্রগতিশীল ছাত্র সংগঠনের দাবিসমূহের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সিপিবি চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক কমরেড সুধাংশু কুমার নন্দী, নিজেরা করি সংস্থা চট্টগ্রাম বিভাগীয় সংগঠক সবিতা রাণী তালুকদার, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী সুফিয়া বেগম।

দাবিসমূহ হলো- সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে, পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে, হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদ বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষ্ণম্যমূলখ সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে, ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে, অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে অন্তর্ভুক্ত করতে হবে, ট্রাইবুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সকল মামলা দ্রæত নিষ্পন্ন করতে হবে, তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ধর্মীয়সহ সকল ধরণের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণে বিটিসিএল এর কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতা করতে হবে, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষ্ণম্যমূলক যে কোন প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে, গ্রামীন সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।

এর আগে তারা শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে নোয়াখালীর উদ্দেশ্যে দুইদিন ব্যাপী লংমার্চের উদ্দেশ্যে রওয়ান হয়। লংমার্চটি চান্দিনায় পৌঁছার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিস্থান, চাষাড়া, সোনারগাঁও পথসভা করে। চান্দিনার পর কুমিল্লা, ফেনী, দাগনভ‚ঞা, চৌমুহনী, এখলাসপুর ও মাইজদীতে পথসভা করার কথা রয়েছে।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102