বন্ধুর দেয়া মাংস পেয়ে নাতীন জামাইকে দাওয়াত।
এবিএম আতিকুর রহমান বাশারঃ
দেবীদ্বারে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ নামে একটি বেসরকারী সংগঠনের উদ্যোগে ৩টি গরু কোরবানী দিয়ে প্রায় দুই শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
বৃহস্পতিবারে উপজেলার মোহাম্মদপুর গ্রমে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ের ওই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাংস বিতরণকালে মাংস পেয়ে আনন্দ প্রকাশে উপকারভোগী ষাটোর্ধ এক বৃদ্ধা আবেগ-আপ্লুত হয়ে বলেন, সত্যি কথা বলতে কি ঈদের দিন যে মাংস পেয়েছি, সে মাংস নাতী- নাতনীসহ রাতে পরিবারের সবাই মিলে খেয়েছি। আজকের বন্ধুর (‘বন্ধু উন্নয়ন সংস্থা’) দেয়া মাংস রান্না করে আমার নতুন নাতীন জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াব।
‘বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং এবং আলহাজ¦ জামাল হোসেন’র সঞ্চালনায় উক্ত মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন, ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পি,আই,বি) চাদপুর জেরা পুলিশ সুপার জুনায়েদ আহমেদ কাউছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান বেলাল আহমেদ, চাদপুর চাপাতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, মোহাম্দপুর সেরাজুল হক কলেজ’র অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত একাউন্স অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলি আকবর।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমন বাশার, বন্ধু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, সাংবাদিক সাহিদুল ইসলাম, মোঃ আব্দুল জলীল রিপন, মোঃ গিয়াস উদ্দিন, বেলাল আহমেদ, সাইফুল ইসলাম কাউছার মোল্লা, মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।
এবিএম আতিকুর রহমান বাশার,
০১৮১৯৮৪৪১৮২,
২৩/০৭/২০২১ইং