রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

কাতার প্রবাসী ফেনীর কৃতি সন্তান ফাহাদের দৃষ্টান্ত স্থাপন।

এম,এ,কে আজাদ //
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫৮ বার

এম,এ,কে আজাদ//
আবারও প্রমাণ হল মানবতা সবার উপড়ে, স্থান কাল যাই হোক। এই মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন সুদূর কাতার প্রবাসী হাফেজ মাওলানা আখতারুজ্জামান ফাহাদ।

দির্ঘ্য ৭ বছর যাবৎ মধ্যেপ্রাচ্যের দেশ কাতারে বসবাস করে আসছে ফেনী জেলার ফেনী সদর উপজেলাস্থ গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ ফারুক সাহেবের বড় ছেলে আখতারুজ্জামান ফাহাদ ।

এই সময়ের মধ্যে কাতারে গড়ে তুলেছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখ যোগ্য  গ্রীন লিভস ট্রেডিং কন্টাকটিং, ফেনী টাউন, গ্রীন লিভস লেমুজিন, গ্রীন লিভস ট্রাভেলস নামে আরও কয়েকটি প্রতিষ্ঠান।  উনার এই কোম্পানি গুলোর অধিনে প্রায় ১ হাজার বাংলাদেশী কাতারে অবস্থানরত আছে, কিছু লোক নিজ কোম্পানিতে কাজ করে।  আর কিছু লোক বিভিন্ন কোম্পানিতে কোন্টাকে চাকরিরত আছে।  যারা বিভিন্ন কোম্পানিতে আছে উনারা নিজ খরচে বাৎসরিক  ইকামা রেনিউ করতে হয়।

সম্প্রতি কোম্পানির মালিক হাফেজ মাওলানা আখতারুজ্জামান ফাহাদ ঘোষনা দেন উনার কোম্পানিতে যে সকল কোরআনে হাফেজ কর্মী আছে কোম্পানির বাৎসরিক ফায়দা থেকে ৫০০ রিয়াল ছাড়ে ইকামা রেনিউ করে দেওয়া হবে।

এই বিষয়ে উনার কাছ থেকে জানতে চাইলে কুমিল্লার বানী২৪ প্রতিনিধি কে উনি জানান গতকিছুদিন আগে আমি বাংলাদেশে আমার বাড়িতে যাওয়ার পর একজন হোটেল মালিক আর রিক্সার ড্রাইভারকে দেখে মূলত এই উদ্যোগ গ্রহণ করেছি আমি এক রিক্সার ড্রাইভারকে দেখেছি উনি তার রিক্সাতে একটি পেপার লাগিয়েছেন যাতে লিখা ছিলো, হাফেজ সাহেবদের জন্য ভাড়া নেওয়া হবেনা। আমি নিজেও হাফেজ ছিলাম তার এই উদ্যোগকে স্যালুট করে তাকে বিশ টাকার ভাড়া ১০০০ টাকা দিলাম।

এর পর আমি কাতারে এসে আমার কোম্পানিতে এই বিজ্ঞাপন জারী করি, তিনি আরও যোগ করেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভাল কিছুর উদ্যোগ নিতে পারি।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102