কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি //
গত মঙ্গলবার স্বেচ্ছা-সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে সুমন সরকারকে সভাপতি ও আর্তমানবতার সেবায় করোনা কালীন সাহসী সম্মুখ যোদ্ধা,স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিমের প্রধান সমন্বয়ক, দলের দুর্দিনে বিরোধীদলের জেল জুলুম নির্যাতনে নির্যাতিত হার না মানা বঙ্গবন্ধুর সৈনিক, দলের দুঃসময়ে রাজপথে বিরোধী দলের সন্ত্রাসীদের বুলেটের সামনে দাড়িয়ে বুক পেতে দিয়ে সকল আন্দোলন সংগ্রাম সফল করার অগ্রনায়ক, চান্দিনা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, আলহাজ্ব লিটন সরকারকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক পরিপত্র জারি করেন। কমিটি তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোনো আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে এই জেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। আমরা আশা করি আগের চেয়ে আমরা আরও সফলতার দিকে এগিয়ে যাবো।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
তৃণমূলের নেতাকর্মীরা লিটন সরকার কে সাধারণ সম্পাদক হিসেবে পেয়ে উচ্ছসিত। কুমিল্লা উত্তর জেলার সকলের ভাষ্যমতে এতো দিনে প্রাণ ফিরে পেয়েছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ। সঠিক মানুষের হাতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় শ্রদ্ধেয় নেতারা। লিটন সরকার যেখানেই সমস্যা দেখেছে সেখানেই সাহায্যে হাত বাড়িয়েছে। এমন নেতা পেয়ে আমরা আনন্দিত।