কুমিল্লা-৪ দেবিদ্বারে জমে উঠেছে প্রচারণা, ভোটারদের বহুমুখী আবদার।
মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ)
কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নে ওয়ার্ডে হাট বাজারে পথসভা সহ ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন এমপি প্রার্থীরা। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এসময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রচারণার ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে দেবিদ্বার নির্বাচনী এলাকা।
একইসঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে মাইকে চলছে প্রচারণা।
প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।স্বতন্ত্র থেকে আলোচনায় আছেন ঈগল প্রতিক নিয়ে আবুল কালাম আজাদ। তবে হাল ছাড়ছেন না জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীক নিয়ে ইউছুফ আজগর। তাদের ঘিরে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। শেষ পর্যন্ত এই উৎসব মুখর পরিবেশ বজায় থাকার আশা করছেন সাধারণ ভোটাররা।
এদিকে কুমিল্লা-৪ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ স্বতন্ত্র থেকে ঈগল প্রতীকে ভোট যুদ্ধে নেমে পড়ায় নৌকা প্রতীক নিয়ে দুইবারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ফাঁকা মাঠে গোল দেয়া অসম্ভব হয়ে পড়েছে বলে স্থানীয়রা মনে করছেন।