বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

এসএসসি বন্ধন ২০০১ বাংলাদেশ এর মিলনমেলা। বন্ধন হোক দৃঢ় বন্ধুত্বে এই স্লোগানকে সামনে রেখে উৎসব বন্ধন ২০২১

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৬১ বার

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
চট্রগ্রাম বহদ্দারহাট স্বাধীনতা পার্ক এ এসএসসি ২০০১ ব্যাচ এর ছাত্র ছাত্রীদের মিলনমেলার মাধ্যমে হয়ে গেলো উৎসব বন্ধন ২০২১ অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০০১ ব্যাচের এসএসসি বন্ধন ২০০১ ব্যাচ এর ছাত্র ও এসএসসি বন্ধন ২০০১ গ্রুপের এডমিন মোঃমনির হোসেন। মিলনমেলায় ছবি তোলা, খেলাধুলাসহ অন্যান্য ইভেন্টের শেষ এবং সমাপনী অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই পর্বে শিল্পীরা নাচে গানে মাতানোর মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্ত ঘটে।
শুধু এক ব্যাচে ২০০১ সালে এসএসসি পাস ও একটি ফেসবুক গ্রুপ এসএসসি বন্ধন ২০০১ এর কল্যাণে সারা বাংলাদেশের প্রায় এক হাজারের অধিক জনের বেশি বন্ধু একসঙ্গে সারা দিন আড্ডা, খাওয়া, ছবি তোলা, নাচে, গানে মশগুল ছিল।২০০১ সালে এসএসসি পাস করা বন্ধুবান্ধব ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তাদের নিয়েই ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি বন্ধন ২০০১ বিশ হাজারের অধিক সদস্য অন্তর্ভুক্ত হয়েছে। একই ব্যাচের এবং একই বয়সের নারী-পুরুষের এই জমজমাট পুনর্মিলনীটি ছিল ব্যতিক্রম। এখানে ছিল না কোনো অভিভাবক, এমনকি জুনিয়ররাও। ফলে সবাই নিজেদের মধ্যে আলাপচারিতায় দিনটি চমৎকার উপভোগ করেছে। যেন হারিয়ে গিয়েছিলো সেই ২০০১ সালে যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলো।
০৮ ই জানুয়ারী রোজ শুক্রবার চট্রগ্রাম অদূরে বহদ্দার হাট স্বাধীনতা পার্কে বন্ধুদের পুনর্মিলন ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম দিল। দেশব্যাপী স্কুলের ২০০১ ব্যাচভিত্তিক বন্ধুদের নিয়ে বিশাল আয়োজন ছিল। এর নেপথ্যে কারিগর ছিলো ঢাকা জোনের গ্রুপের প্রধান এডমিন মনির হোসেন ও কুমিল্লা জোনের মডারেটর নুরুউদ্দিন,মেহেদি,সাজিদসহ সকল এডমিন প্যানাল ও মডারেটর বন্ধুদের উৎসাহ দিয়ে সব চাপ হাসিমুখে নিয়ে কীভাবে অনুষ্ঠান সফল করা যায়, তার ব্যাপারে অক্লান্তভাবে কাজ করছিল। এ আয়োজন করতে অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছে। স্থান সংকুলানে সবার নাম লিখতে পারছি না।
অনুষ্ঠান শুরুর প্রারম্ভে আইডি কার্ড বিতরণ,গেন্জি,ক্রেস্ট,লটারি কোপন,ম্যাগাজিন প্রদানসহ এককথায় বলা যায়, পুরো অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয়েছে। বিশেষ করে খাবারের আয়োজনে যে শৃঙ্খলা এবং বিভিন্ন স্পটে একসঙ্গে খাবার বিতরণ ও খাবার খাওয়ানোর ব্যবস্থা ছিল, তা আসলেই উল্লেখ করার মতো ছিল।আর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুরা সবাই নিজেদের বয়স ভুলে গিয়ে সেই ১৬ বছরের কিশোর ও কিশোরীর মতো নাচে–গানে মেতে ছিল, তা এককথায় অসাধারণ। আসলেই জয় হয়েছে এসএসসি বন্ধন ২০০১ এর প্রথম পুনর্মিলনী, সার্থক হয়েছে এসএসসি বন্ধন ২০০১ গ্রুপ এর জন্ম। চেনা নেই, জানা নেই, অথচ সবার মধ্যে কী আন্তরিক বিনিসুতার বন্ধন!

পরবর্তী পুনর্মিলনী ফেব্রুয়ারীর গাজীপুর কাপাসিয়াতে বন্ধুদের অংশগ্রহণ আরও অনেক বাড়বে এবং তা আরও সুন্দর ও সার্থক হবে এই প্রত্যাশা করছি।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102