নিজস্ব প্রতিনিধি।
শনিবার ০৯ জানুয়ারী ২০২১ ইং ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বার উপজেলা সুবিল ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মোঃকাজী মোশারফ সংবাদ সম্মেলন করেন।
ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
শনিবার সন্ধায় সাংবাদিকদের উস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে কাজী মোশারফ বলেন, একটি পক্ষ আওয়ামী লীগের সুনাম নষ্ট করতে আমার বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। ব্যক্তিগত স্বার্থে তারা আওয়ামী লীগের ক্ষতি করছে। তাদের এ ঘৃণ্য চক্রান্ত কোনো দিন সফল হবে না।
দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওহায়েদপুর গ্রামের ইতালী প্রবাসী কাজী মোশারফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যে তিনি বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমি মুক্তিযোদ্বার ছেলে। আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত।আমি একজন ইতালী প্রবাসী,করোনার কারনে আমি দীর্ঘ প্রায় আট মাস দেশে আছি,আমি নিজেও আওয়ামীলীগ করি। আমি সুবিল ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক ও বর্তমানে যুবলীগের সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছি।
তিনি আরো বলেন, কিছু ব্যক্তি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চাঁদাবাজ,সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এ বিষয়ে এই মিথ্যা অপবাদের প্রতিবাদে যে বা যাহারা আমার নামে প্রমান ছাড়া মিথ্যা ভিত্তিহীন কথা বলে আমার মান ক্ষুন্নকরার অপচেষ্টা করেছে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করবো।