রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

দেবিদ্বারে মাসব্যাপী হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া (সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৫ বার

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
————————-
১৩/০১/২০২১ রোজ বুধবার সন্ধায় দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি পুরাতনবাজার নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের প্রতিষ্ঠিত ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সহযোগিতায় কাউছার হায়দারের মাধ্যমে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
#এসময় কাউছার হায়দার বলেন, হতদরিদ্রদের জন্য নিউইয়র্ক প্রবাসী দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামের সন্তান ডাঃ ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে এসব কম্বল দেয়া হয়েছে।এবং এই কম্বল বিতরণ পর্যায়ক্রমে সকল ওয়ার্ড ও ইউনিয়নের মাঝে বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি ডাঃ ফেরদৌস খন্দকারের প্রতিষ্ঠিত ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠনগুলোও শীতার্ত মানুষের জন্য এগিয়ে আসবেন। এ সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপি দেবিদ্বার উপজেলায় হত দরিদ্রদের মাঝে ৭ শতাধিক কম্বল,অক্সিজেন কনসানটেটর,মাস্ক,হ্যান্ড সেনিটাইজার,গ্লাভস, বিতরন করাসহ ড্রিমবয়েজ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এ পাশে থেকে সার্বিক সহযোগীতা করেছেন ডাঃফেরদৌস খন্দকার।
#আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন’র দেবিদ্বার উপজেলা সভাপতি,দেবিদ্বার উপজেলা শ্রমিক লীগের সাধারন সসম্পাদক মোঃ কাউছার হায়দার এই শীতের মাধ্যে প্রতি রাত্রেই উপজেলার কোন না কোন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন প্রায় মাসব্যাপী।
দেবিদ্বার পৌরসভাসহ উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রায় ০৭ শতাধিক প্রতিবন্ধী, পথশিশু, বয়স্ক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ফেরদৌস খন্দকারের পক্ষ থেকে দেয়া এ কম্বল কাউছার হায়দার বিতরণ করেন।
মাসব্যাপী কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ড্রিম বয়েজ দেবিদ্বারের সভাপতি মোঃকাউছার হায়দার,মোঃআনোয়ার সাদ্দাত,ছাইফুল ইসলাম বাবু,মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)মোঃ ফয়েজ মোল্লা,মোঃ বাহারুল,শরীফ,শাহাদাত,আনিস,মাজহারুল,রিপন দত্ত,মহিউদ্দিন সুখু,মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দেবিদ্বার নাগরিক টেলিকাস্ট(ডি,এন,টি)ও কুমিল্লার বাণী ২৪.কম।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102