মোহাম্মদ উল্লাহ ভূইয়া(সোহাগ)
প্রকাশক ও সম্পাদকঃকুমিল্লার বাণী ২৪.কম।
————————————-
করোনাযোদ্ধা ও মানবতার ফেরিওয়ালা নামে সারা বিশ্বে যার পরিচিতি তিনি আর কেউ নন তিনি আমাদের অহংকার আমাদের গর্ব দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামের কৃতি সন্তান নিউইয়র্ক প্রবাসী ডাঃফেরদৌস খন্দকার।
করোনা মহামারি প্রথমদিক দিয়ে সারা বিশ্বে সুরক্ষা সামগ্রী ছিলো অপ্রতুল, এতে সারা বিশ্বের অন্যান্য স্থানের মতোই পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য নিরাপত্তা উপকরণ নিয়ে এগিয়ে এলেন নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার।এটি ছিল কেবলই শুরু, এরপর যেন নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে এগিয়ে যেতে থাকলেন তিনি। এরপর সম্মিলিতভাবে দেবিদ্বারের কিছু তরুনদের কে দিয়ে ঘরবন্দী ও কর্মহীন হয়ে পড়া পরিবারদের মাঝে করেন খাবার বিতরণ। রমজানে ফয়জুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে পরিবারের মাঝে পৌঁছে দেন ঈদ খাদ্য সামগ্রী। সেখানেই থেমে থাকেননি তিনি,তার নিজস্ব অর্থায়নে দেবিদ্বারসহ দেশের প্রায় জেলায় হাজার হাজার পরিবারের মাঝে বিতরণ করেন ত্রাণ সামগ্রী।
করোনাকালিক সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে কাছে থেকে সেবা দিয়ে গেছেন তিনি। মানুষকে সচেতন করে যেন করোনা প্রতিরোধ করা যায় তার জন্য নিয়মিত ইউটিউব চ্যানেলে পরামর্শ দিয়ে মানুষকে সচেতন ও চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
করোনার দুঃসময়ে একজন ডাক্তারের সবচেয়ে বড় পরীক্ষা। দেশ ও জাতির এই ভয়ঙ্কর দুঃসময়ে একজন নিবেদিত মানুষ কতটা সাহস ও ত্যাগী মানসিকতা নিয়ে কাজ করতে পারে তারই দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিননি। এক ব্যক্তি কতটুকুই করতে পারেন? কেউ সর্ব দায়িত্বের স্থানে থেকেও নিজেকে গুটিয়ে রেখে ব্যর্থ প্রমাণিত হন। আর কেউ নিজের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব সেই বাস্তবতাকেও ছাপিয়ে যান নিরলস পরিশ্রমে। সময় এখন এমন, সবাই নেতা হতে চায়। কিন্তু নেতা হওয়ার তাগিদেই যে কর্মী হওয়া প্রয়োজন, সেটা কেউ হতে চান না।
আর যেই ডাঃ ফেরদৌস খন্দকার নিজের মানুষ, সমাজের প্রতি এতোটুকু দায়বদ্ধ,মানুষের প্রয়োজনে সময়ে অসময়ে তিনি কতটুকু করেন সেটা নতুন করে বলার আর কিছু নেই।তিনি সর্বদাই মানুষের জন্যে নিবেদিত প্রাণ ছিলেন।দেশের ও দেবিদ্বাররবাসীর জন্য নিজের সবটুকু দিয়ে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন।কার্যক্রমের মধ্যে এখনো চলমান আছে দেবিদ্বার উপজেলায় ৭০০ কম্বল বিতরণ কর্মসূচী। শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা ডাঃ ফেরদৌস খন্দকার,মানুষ আপনার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে কারণ এই সমাজে মানুষের জন্য করে এমন ব্যক্তি একদমই নগণ্য। ইনশা আল্লাহ, আপনি এর উত্তম প্রতিদান পাবেন। জন্মদিনে এই অশেষ শুভকামনা।
শুভেচ্ছান্তেঃ
#কুমিল্লার বাণী ২৪.কম এর পরিবার।