নিজস্ব প্রতিবেদক।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দের মাধ্যমে শুরু হবে প্রচার-প্রচারণা। এবং ভোট গ্রহন হবে ২৮ ফেব্রুয়ারী। গত সোমবার এ সব তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন।
উল্লেখ্য, ২০২০ সালের আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব জয়নুল আবেদীন মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশনার এ আসনটি শূন্য ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসার উপজেলার ১৬ টি ইউনিয়নে ২৮ ই ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্নের ঘোষণা দেন।
দেবিদ্বার উপজেলার উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা আলোচনায় আছেন তারা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচনেচ্ছুকদের মধ্যে আছেন ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের সাবেক সভাপতি, থানা আওয়ামীলীগের সদস্য জনাব আনোয়ার হোসেন (খোকন), কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট নিজামুল হক, সাবেক দেবিদ্বার এস এ সরকারি কলেজের ভিপি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক একেএম শফিকুল আলম কামাল,আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি ও কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদ্য প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান পুত্র ইঞ্জিনিয়ার শাহানুর পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার, কুমিল্লা (উঃ) জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন শফি,দেবিদ্বার উপজেলা শ্রমীক লীগ’র সদস্য সচিব মোঃকাউছার হায়দার কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীললীগের কৃষি ও সমবায় সম্পাদক ও ২ নং ইউসুবপুরর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, প্রবাসী মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসাবে উপজেলা সহ-সভাপতি এএফএম তারেক মুন্সী এবং কুমিল্লা (উঃ) জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রিজভিউল আহসান মুন্সী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাবেক দেবিদ্বার উপজেলা সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম,জাতীয় পার্টি উপজেলা সদস্য সচিব আব্দুল আওয়াল সরকার (লাঙ্গল),জাকের পার্টি (গোলাপ ফুল) মোঃ মজিবুর রহমান (কালা)।