রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

দেবিদ্বার কুরুইন গ্রামে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদকঃ
দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামে সাহাবুদ্দিনের বাড়ীর মোঃ জাকির হোসেনের একমাত্র মেয়ে হাফসা নামের এক শিশুর চান্দিনা সরকারি হাসপাতালে মৃত্যু হয়।এবং তারই এক ছেলে ও স্ত্রী সহ আরো দুইজন অসুস্থ হয়ে ঢাকা সি,এম,এইচ এ চিকিৎসাধীন আছে।

কুমিল্লা মেডিকেল হাসপাতালে একপরিবারের দুই শিশু একজন মহিলাসহ আরো দুইজনসহ মোট পাঁচ জন হাসপাতালে নিয়ে এসেছিল তাদের অভিভাবকরা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় কামড়েছে ভিমরুল এই কামড়ের কারনে শিশু হাফসার মৃত্যু হয়।বাকিদের অবস্থা বেশি ভালো ছিল না বলে ঢাকা রেফার্ড করা হয়েছে।
একই পরিবারে ছেলে শিশু ভিমরুলের কামড়ে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামে শাহাবুদ্দিনের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।মৃত শিশু হাফসার পিতার নাম জাকির হোসেন।

আজ রবিবার (১৮ অক্টোবর)সকালে নিজ বাড়ির শাহাবুদ্দিনের বাড়িতে জাকির হোসেনের এক শিশু কন্যা ও এক ছেলে সহ ওনার স্ত্রীসহ আরো দুইজন মোট পাঁচজনকে ভিমরুলে কামড় দেয়।জাকির হোসেনের কন্যা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আর বাকিদেরকে আহত অবস্থায় প্রথমে চান্দিনা উপজেলা কমপ্লেক্স এ নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় বাকিদের ঢাকা রেফার্ড করা হয়।
কুরুইন এর পত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক একই বাড়ির একই ঘরের দুই শিশুসহ ও তার স্ত্রী সহ মোট পাঁচজনকে ভিমরুলে কামড় দিয়েছে। একজন শিশু হাফসা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ মারা গেছে অন্যদের ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102