রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার অংশে। দেবীদ্বারে সওজ’র তৈরী ‘মরণ ফাঁদ’ খ্যাত ‘ড্রেন’ করছে পঙ্গু, কেড়ে নিচ্ছে প্রাণ!

এবি এম আতিকুর রহমান বাশার।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩২১ বার

এবিএম আতিকুর রহমান বাশার ঃ

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে দেবীদ্বার এলাকায় ‘সড়ক ও জনপদ বিভাগ’ (সওজ) কর্তৃক সড়কের পাশে পাকা ড্রেনের উপর তৈরী করা স্লাব (ঢাকনা)গুলো এখন ‘মরণ ফাঁদে পরিনত। যাত্রী ও পথচারিরা দূর্ঘটনায় হচ্ছে পঙ্গু, কেড়ে নিচ্ছে প্রাণ। নিন্মমানের সামগ্রী দিয়ে ড্রেনের উপর বসানো স্লাবগুলো বছর ঘুরে না আসতেই অধিকাংশ ভেঙ্গে গেছে। ভাঙ্গা গর্তে পড়ে হতাহতের ঘটনা এখন নিত্য দিনের আর্তনাদ। গত বুধবারেও প্রাণ কেড়ে নিয়েছে জাভেদ পাঠান(২২) এক যুবকের। তার পরও প্রশাসনের নেই কোন তদারকী।

  1. গত বুধবার (১৪ অক্টোবর) দেবীদ্বার পাঠান বাড়ির জাভেদ পাঠান (২২) নামে এক যুবক মোটর সাইকেল যোগে নিউমার্কেট থেকে, থানা গেইট সংলগ্ন তার নিজ বাসায় যাওয়ার পথে, ৩টি সিএনজি চালিত অটোরিক্সা এক সাথে ওভারটেক করার সময়, জাভেদ তার মোটর সাইকেল নিয়ে পাশকেটে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে থানার সামনে স্লাব ভাঙ্গা একটি গর্তে পড়ে ঘটনাস্থলেই মারা যান। জাভেদ দেবীদ্বার পাঠান বাড়ির মৃত হাজী আকামত আলী পাঠানের পুত্র এবং বিএনপি দেবীদ্বার উপজেলা’র সাবেক সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠান’র ছোট ভাই।

    মহাসড়কের দেবীদ্বার জেলাপরিষদ’র ডাক বাংলোর কর্ণার থেকে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশ ঘেঁসে, থানা, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ মার্কেট, কেন্দ্রীয় জামে মসজিদ, সাবরেজিষ্টার অফিস এবং দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা রোডের মাথা পর্যন্ত সওজ কর্তৃক তৈরী পাকা ড্রেনের উপর স্লাবগুলো অধিকাংশই ভেঙ্গে গেছে। ভাঙ্গা স্লাবের গর্তে পড়ে প্রায় প্রতিদিনই ছোট বড় যানবাহন ও যাত্রী, পথচারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, এতে যানজটের দূর্ভোগও যুক্ত হচ্ছে। দেখার যেন কেউ নেই।

দেশের উত্তর ও পূর্বাঞ্চলের অন্যতম যোগাযোগ মাধ্যম ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়ক’টি সারা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। যে সড়কটি চট্টগ্রাম বন্দরসহ বাখরাবাদ, গোপালনগর, বাঙ্গরা, তিতাস, হবিগঞ্জ প্রভৃতি গ্যাস ফিল্ডের সঙ্গে এবং আখাউড়া স্থল বন্দর ও কসবা সীমান্ত হাটের সাথে যোগাযোগে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দূরপাল্লার যান- বাহন বাস, ট্রাক, ট্রলি- লড়ি সহ ক্রমবর্ধমান ভারী যানবাহনের চাঁপে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি, দেবে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী ও বিপদসঙ্কুল হয়ে ওঠেছে।

তার উপর সড়কের এ অংশে পর্যাপ্ত জায়গা না থাকলেও, সম্প্রতি সওজ’র পক্ষ থেকে সরু সড়কটি ঢালাই করে উঁচু করা হয়, এতে ড্রেনের উপর তৈরী স্লাবগুলো সড়কের সাথে মিলে গিয়ে একাকার হয়ে গেছে। যানবাহনগুলো ওভারটেক করার সময় ওই ড্রেনের অংশটি সড়ক মনে করে চলাচলের সময় স্লাব ভেঙ্গে গর্তে পরে দূর্ঘনার শিকার হচ্ছে।

ফুটপাতের জায়গা না থাকায় পথচারিরাও স্লাবগুলোকেই ফুটপাত হিসেবে ব্যবহারে চলাচল করতে হচ্ছে। এ পথ দিয়েই উপজেলা সদরের ২টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি উচ্চ বিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪টি কিন্ডার গার্টেন স্কুল, ১টি সরকারী হাসপাতাল ও ২৪টি প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ছাড়াও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা সহ অসংখ্য প্রতিষ্ঠান, হাট-বাজারের সাথে প্রতিদিন শত শত শিক্ষার্থী, পথচারী, ক্রেতা- বিক্রেতা, অফিসগামী লোকজন চলাচল করছে। ফলে দু’পাশ দিয়ে দ্রুতগামী দূরপাল্লার যানবাহন, ট্রলি, লড়ি, ট্রাকের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে শত শত সিএনজি চালিত অটোরিক্সা, মোটর সাইকেল। পথচারিরা রাতের অন্ধকারে এমনকি দিনের আলোতে নিজেদের আত্মরক্ষায় সড়কের পাশ দিয়ে ড্রেনের উপর আশ্রয় নিতে যেয়ে স্লাব ভাঙ্গা খাদে পড়ে দূর্ঘটনায় কবলিত হচ্ছেন।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. নজরুল ইসলাম সরকার বলেন, এ সড়কটি খুবই ব্যস্ততম, দেবীদ্বার নিউমার্কেট থেকে থানা গেইট এলাকা পর্যন্ত মূল সড়কের বাহিরে ফুটপাতের জায়গাটুকুও নেই, দু’টি গাড়ি পারাপারই ঝুকিপূর্ণ। তার উপর নিয়ন্ত্রণহীনভাবে চলছে শত শত অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা। চলমান দূর্ঘটনা উপসম করতে নিউমার্কেট থেকে থানা গেইট পর্যন্ত সড়কের উপর থেকে কাঁচাবাজার উচ্ছেদ, দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পয়নিষ্কাসনের ড্রেন ও ফুটপাত নির্মানে প্রয়োজনীয় জমি অধিগ্রহন খুবই জরুরী।

নাম প্রকাশে অনিচ্ছুক আর,পি,উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বিদ্যালয় থেকে বেড়িয়ে শিক্ষার্থীরা মূল সড়কে পা রাখতে হয়, তাই দূর্ঘটনা এড়াতে এবং পানি নিষ্কাসনের জন্য পাকা ড্রেন ও ড্রেনের উপর স্লাব বসিয়ে ফুটপাত তৈরীর জন্য বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে কিছু জমি সওজকে দিয়েছি, অপর দিখে খেলার মাঠ থেকে কিছু জমি ছেড়ে দিয়ে ২৪ ফুট সড়ক সংস্কারের ব্যবস্থা করে দিয়েছি। সম্প্রতি সড়ক সংস্কারে ঢালাই দিয়ে সড়কটি উঁচু করারয় ড্রেনের উপরের স্লাব আর সড়কটি সমান হয়ে একাকার হয়ে গেছে। যানবাহনগুলো ওভারটেক করার সময় সড়ক মনে করে স্লাবের উপদিয়ে পারাপারের সময় স্লাব ভেঙ্গে দূর্ঘটনায় পড়ছে, সাথে যানজটও যুক্ত হচ্ছে। নিম্মমানের সামগ্রী দিয়ে তৈরী স্লাবগুলো ভেঙ্গে যাওয়ার পর সংশ্লিষ্ট সওজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ না নেয়ায় দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।

ড্রেন ওস্লাব নির্মানের বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা’র নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সড়কের পাশে আর,পি উচ্চ বিদ্যালয় থেকে থানা গেইট পর্যন্ত নির্মিত পাকা ড্রেনের উপর স্লাব নির্মাণ সড়ক ও জনপদ বিভাগ করেনি, করেছে দেবীদ্বার পৌর সভা। ভাঙ্গা স্লাবের গর্তে পড়ে হতাহতের ঘটনাটি জানা ছিলনা। তার পরও ভাঙ্গা স্লাবগুলো দ্রুত সংস্কার করে দেয়া হবে। অপর দিকে দেবীদ্বার পৌর সভার সহকারী প্রকৌশলী জোবায়দা বেগম জানান, ড্রেন নির্মাণ করেছে সওজ কর্তৃপক্ষ, পৌর সভা করেনি। যেহেতু জনদূর্ভোগটি ভোগ করছে দেবীদ্বরবাসী, তাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাঙ্গা স্লাবগুলো পৌরসভার অর্থায়নে আজ থেকে নির্মাণে উদ্যোগ নেয়া হয়েছে।

এব্যপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান একই কথা জানালেন, সড়ক ও জনপদ কর্তৃক সড়ক সংস্কারের সময় ড্রেন ও ড্রেনের উপর স্লাবগুলো তারাই করেছেন। দূর্ঘটায় একজন মৃত্যুর পর পৌরসভার উদ্যোগে স্লাবগুলো পৌরসভার অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছি।

এবিএম আতিকুর রহমান বাশার,
০১৮১৯৮৪৪১৮২,
২০/১০/২০২০ইং।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102