মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
সিমানা জটিলতায় দেবিদ্বারের পৌরসভার নির্বাচন আটকে আছে বছরের পর বছর।
পাশাপাশি সীমানা জটিলতা ও আইনি সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিতে জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ এবং অ্যাটর্নি জেনারেলের অফিসকেও তাগিদ দিয়েছিলেন নির্বাচন কমিশন।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচন হয়না প্রায় ১৯ বছর। এই পৌরসভায় সিমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন। তাই এত বছর ধরে স্থগিত রয়েছে নির্বাচন।সব জটিলতা সমাধান হয়ে যদিও আশার বাণী শুনাগিয়েছিলো যে হয়তো আগামীবছর জানুয়ারীতে দ্বিতীয় ধাপে দেবিদ্বার পৌর নির্বাচন হয়ে যাবে।কিন্তু সিমানা জটিলতার কারনে একটি মামলার শুনানীর দিন এখনো ধার্য না করার কারনে পিছিয়ে যেতে পারে পৌর নির্বাচন।হয়তো অনিশ্চয়তার পথে হাটছে দেবিদ্বার পৌর নির্বাচন।
নির্বাচন না হওয়ায় ক্ষোভ জন্মেছে স্থানীয়দের মধ্যে। তারা বলেন, আমরা হয়ত আর নির্বাচন দেখব না। নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়ন কাজও হচ্ছে না।
দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ১৯ বছর, প্রশাসক দিয়ে চলছে পরিষদের কার্যক্রম। এখনো অনুষ্ঠিত হয়নি নির্বাচন। এখানো সমস্যা থাকার কারনে অনিশ্চিত দেবিদ্বার পৌর নির্বাচন।
এমন বিচিত্র জটিলতায় দেবিদ্বার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বছরের পর বছর। বিশ্লেষকরা বলছেন, স্বার্থবাদী মহলের তৈরি কৃত্রিম সংকটে দীর্ঘদিন নির্বাচনহীন রয়েছে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ পৌরসভাটি।
স্থানীয় এক নামপ্রকাশে অনিচ্ছুক সাংবাদিক বলেন দীর্ঘদিন ধরে একটি স্বার্থবাদী গোষ্ঠী অন্যদের ক্ষমতাহীন করে রাখতেই নির্বাচন না হতে বাধাগ্রস্ত করছেন।এর ফলে এলাকার সিমানা জটিলতার মামলা নিষ্পত্তিসহ সমস্যা তৈরি করছে বেশকিছু ক্ষেত্রে যেনো নির্বাচন হতে বাধাগ্রস্ত করে।