বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

দেবিদ্বার বানিয়াপাড়া থেকে নিউমার্কেট চত্তর হয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা যানজট নিত্বদিনের হয়ে দারিয়েছে।নেই কোন প্রতিকার, জনভোগান্তি চরমে।

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩২০ বার

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া ( সোহাগ)
দেবিদ্বার পৌর শহর নিউমার্কেট চত্তর এলাকায় নিত্যদিন যানজট লেগেই থাকে।জনভোগান্তি চরমে। বাসা থেকে বের হলেই রাস্তায় যানজটে পড়তে হয় এটা নিত্যদিনের দৃশ্য। স্কুল,কলেজ,ঘরমুখীগামী যাত্রীদের ও পথচারীদের অসহনীয় দুর্ভোগ বলার অপেক্ষা রাখে না। ফুটপাত রাস্তার দু পাশে যত্রতত্র গাড়ী পার্কিং রাস্তার সিংহভাগ দখল করে থাকে। ফুটপাত রাস্তা দখল মুক্ত করার নানা উদ্যোগ দেবিদ্বার সংশ্লিষ্ট প্রশাসন নিলেও তা কার্যকর হয় না।দেবিদ্বার নিউমার্কেট চত্তর ত্রিমূখী রাস্তার মানুষের চলাচলের জন্য যে পরিমাণ পরিবহণ রাস্তার দরকার তা বাস্তবে নেই।রাস্তার দু পাশে গাড়ী ও হকারদের দখলে, প্রচুর জ্যাম লেগে থাকতে দেখা যায়। ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকলেও তাদের ভূমিকা রহস্যজনক, যার যেভাবে ইচ্ছে সেভাবেই চলছে পরিবহণ গাড়ীর বৈধ অবৈধ নিয়ম নীতি আছে বলে মনে হয় না।দেবিদ্বার নিউমার্কেটে রিক্সা পার্কিং ও যানজটের একটা বড় কারন।সড়ক, মহাসড়ক এখন রিক্সার আধিপত্য, ব্যাটারি রিক্সা বন্ধের অনেক আন্দোলন হলেও বর্তমানে প্রচুর সংখ্যক ব্যাটারি রিক্সা রাস্তায় চলাচল করছে। নিত্যদিন অহরহ দুর্ঘটনা ঘটছে,মহাসড়কে রিক্সা চলাচল সম্পূূর্ণভাবে বন্ধ করতে হবে।নিউমার্কেট চত্তরে রিক্সা দাড়িয়ে থেকে নিত্য নৈমিত্তিক যানজটের সৃষ্টি করছে। স্কুলগামী ছাত্র ছাত্রী, পথচারী ফুটপাত ব্যবহার করতে পারছেনা। এটা অবৈধ দখল হয়ে আছে। এটা দখল মুক্ত করে পথচারীদের চলাচলের যোগ্য করতে হবে। হকারদের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ব্যবসার একটা ব্যবস্থা করতে হবে। ভাসমান এসব ব্যাবসায়ীকের সংখ্যা কম নয়। তাদের ব্যাপারে প্রশাসক উদ্যোগ গ্রহণ করে পুুনর্বাসন করা জরুরী। কোন অবস্থায় পথচারীর চলাচল রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা, চাঁদাবাজী করে দোকান নির্মান গ্রহণ যোগ্য নয়। এসব অবৈধ ব্যবসা প্রশাসনকে বন্ধের জরুরী ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। শহরে নিত্যদিন মানুষ বাড়ছে, রাস্তা বাড়ছেনা সে পরিমাণে। রাস্তার উপর থেকে ভাসমান দোকান উচ্ছেদ করতে হবে। এ দোকানগুলোর কারণে অনেকাংশে যানজটের সৃষ্টি হচ্ছে।নগরীর নিত্যদিন চলাচলকারীদের ভোগান্তিতে পড়তে হয়।অন্যান্য জনহিতকর কাজে যে ভাবে ভ্রাম্যমান আদালত প্রশংসনীয় কাজ করছে ঠিক একইভাবে দেবিদ্বারে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভূমিকা ও কার্যকর পদক্ষেপ যাত্রী সাধারণ কামনা করে। তবেই সাধারন মানুষ ভুগান্তি থেকে কিছুটা হলে ও মুক্তি পেতে পারে।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102