এ,বি,এম আতিকুর রহমান বাশার ঃ
শতবর্ষি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেবীদ্বার আর, পি, উচ্চবিদ্যালয়ের এস,এস,সি ১৯৮৪ ব্যাচ’র উদ্যোগে আগামী বছরের প্রথম দিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তী উদয়াপন উপলক্ষে এক প্রাক্তন ছাত্র পূণর্মিলণী‘ করার ঘোষণা দিয়েছেন।
শুক্র ও শনিবার দু’দিনব্যাপী আর,পি,উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা শেষে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে সংগঠনের সাধারন সম্পাদক মোবারক হোসেন মুরাদ ওই ঘোষণা দেন।
‘১৯৮৪ ব্যাচ দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে সংগঠনের সাধারণ সম্পাদক মোবারক হোসেন তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতার ৫০ বছর পূর্তী (আগামী বছর) উদযাপন উপলক্ষে এক পূণর্মিলণী আয়োজন করতে যাচ্ছি। এ উদ্যোগ সফল করতে আমরা অন্যান্য প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের সাথে আলোচনা স্বাপেক্ষে আরো ব্যাপকভাবে করার চেষ্টা করব।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মূন্সী আবুল হাসেম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাধারন সম্পাদক মোবারক হোসেন মুরাদ, সহ-সভাপতি সাঈদ আনিসুর রহমান, সুনির্মল দাস, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শাহাদত হোসেন আজাদ, আইন বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক আহসান পারভেজ খোকন, আপ্যায়ন সম্পাদক অলিউল্লাহ মাষ্টার, সদস্য শাহেদুল হক মোল্লা, রুহীলা পারভীন প্রমূখ।
আলোচকরা বলেন, আজ এলাকায় এসেছি কিছু নিতে নয় নাড়ীরটানে কিছু দিয়ে দায়মুক্তি নিতে। শত বছরের শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যে লালিত ‘দেবীদ্বার রেয়াজউদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’টিই আমাদের প্রাণের বিদ্যাপিঠ- যে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রেখেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর প্রবাসী সরকারের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সদ্য প্রয়াত ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, ভারতের পালাটোনায় অবস্থিত মুক্তিযুদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প প্রতিষ্ঠাতা ও প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলী সহ বরেন্য যোদ্ধারা ছাড়াও আজ নানা কর্মকান্ডে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আমরা সমাধৃত।
আজ আমরা অনেকেই ব্যবসা- বানিজ্যে, চাকরি সহ নানা পেশায় প্রতিষ্ঠিত। আমরা এসেছি এলাকার মানুষের কল্যাণকর কর্মকান্ডে অংশগ্রহন করতে। আর্থিক সংকটে শিক্ষাবঞ্চতি দরিদ্র- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষার উপকরণ দিয়ে শিক্ষার আলোয় পথ দেখাতে। এতিম, বিধবা, প্রতিবন্ধী, পথ- শিশুদের খাদ্যনিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে। কর্মঅক্ষম ব্যাক্তিদের সহযোগীতা ও কর্মক্ষদের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে। ভূমিহীন/ গৃহহীনদের ঠিকানা দিতে। অসহায় রোগীদের রক্তদান সহ চিকিৎসায় সহায়তা করতে। বাল্য বিয়ে- যৌতুক, সন্ত্রাস, মাদক প্রতিরোধে কাজ করতে। দায়গ্রস্থ্য পিতার বিবাযোগ্য কণ্যাকে পাত্রস্থ করে দায়মুক্ত করতে। পরিবেশ ভানসাম্য রক্ষায় বৃক্ষরোপনে গ্রামের মানুষকে উদ্ভোদ্ধ করতে।
এ,বি,এম আতিকুর রহমান বাশার,
০১৮১৯৮৪৪১৮২,
০৭/১১/২০২০ইং।