মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
কিছু কিছু দিন মনের খাতায় লেখা হয়ে যায় আজীবনের জন্য। ঠিক তেমন একটা দিন বিয়ের দিনটা। বিবাহিত দম্পতিদের ক্যালেন্ডারের পাতায় জ্বলজ্বল করে এই দিন।কাউছার হায়দার ও মনি দুইজনের বিয়ে হয়েছে ১৩ বছর, এবার ওদের ১৩ তম বিবাহ বার্ষিকী। কিন্তু বিয়ের এই দিনটাকে কীভাবে রঙিন করা যায়,ও নতুনত্ব আনা যায় তা নিয়ে প্রতিবছরই ভাবনায় পড়ে যান ড্রিম বয়েজ দেবিদ্বারের সদস্যরা। আর এই দিনটিতে কাউছার হায়দার বন্ধুদেরকে রেস্তরাঁয় খাওয়াতে পছন্দ করেন।তাই এই বছরও ডায়না রেস্তোরায় সকল বন্ধুদেরকে নিয়ে দুপুরের খাবার খাওয়ার আয়োজন করেন।এবং বন্ধুদের নিয়ে আনন্দে কাটানোর চেষ্টা করেন।
আজকের বিবাহ বার্ষিকী উপলক্ষে কাউছার হায়দার সবার উদ্দ্যেশে বলেন প্রতিদিনের এই কর্মব্যস্ত জীবনে এক ছাদের নিচে এতো কাছাকাছি বাস করেও অনেকের স্বামী-স্ত্রীর মধ্যে সারাদিন দেখা বা কথাও হয় না। বাসায় আসার পরও সময় ছুটে চলে। তাই অন্তত বিবাহ বার্ষিকীর দিনটাতে নিজেরা খুব কাছাকাছি থাকুন। দুজন দুজনকে নিয়ে ভাবুন। এই একটা দিনের অক্সিজেন দিয়ে হয়তো আপনি সারাবছর চলতে পারবেন।তাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো সবসময় ভালো থাকতে পারি।