রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
ঘোষণা :
🇧🇩 ঘর কন্যা ম্যাচিং সেন্টার 🇧🇩 ঘর কন্যা সু-ষ্টোর 🇧🇩 ঘর কন্যা মেডিসিন কর্ণার 🇧🇩 ঘর কন্যা কন্যা কনফেকশনারী 🇧🇩 ঘর কন্যা টি শপ 🇧🇩 ঘর কন্যা পোল্ট্রি এন্ড মৎস খামার 🇧🇩 (ড্রিম ডায়াগনস্টিক সেন্টার,ড্রিম ক্যাবল নেটওয়ার্ক)ড্রিম বয়েজ দেবিদ্বারের যৌথ প্রতিষ্ঠান।🌹

দেবিদ্বার পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বারেরা পূর্বপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি অধিগ্রহণ চুরান্ত।

মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২৪১ বার

মোহাম্মদ উল্লাহ্ ভইয়া(সোহাগ)
দেবিদ্বার উপজেলায় আগুন লাগলে এত দিন প্রায় ১০ কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসত। গাড়ি এসে পৌঁছানোর আগেই ক্ষয়-ক্ষতি যা হওয়ার তা হয়ে যেত। তাই দেবিদ্বার উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের। অবশেষে পূরণ হতে চলেছে সে দাবি। শেষ হয়েছে জমি অধিগ্রহণ এর কাজ।
জানা গেছে,দবিদ্বার উপজেলার তাৎক্ষনিক বিভিন্ন এলাকার মানুষকে অগ্নিকাণ্ড থেকে জানমাল রক্ষার জন্য এই ফায়ার সার্ভিস স্টেশন গুরুত্বপূর্ণ জরুরি সেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী দেবিদ্বার পৌরসভার বারেরা পূর্বপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি অধিগ্রহণ চুরান্ত করেন।
মঙ্গলবার বিকালে জমি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাইন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন, সম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম ও জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ ভূমি কর্মকর্তারা।
এই ফায়ার সার্ভিসটি করার উদ্দেশ্য হলো,দেবিদ্বার উপজেলায় অগ্নি প্রতিরোধ নিশ্চিত করা ও জরুরি সেবা জনগণের দোরগোড়ায় দ্রুত পৌঁছে দেয়া।
দেবিদ্বার উপজেলার বেশ কয়েকটি দোকানের মালিক দেবিদ্বার পৌর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। তারা জানান,আমাদের দেবিদ্বারে আগুন লাগার পর মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। তবে তার আগেই ক্ষতি যা হওয়ার তা হয়ে যায়। তবে শুনে ভালো লাগছে এখন দেবিদ্বার পৌরসভার বারেরা পূর্বপাড়া এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে। এতে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক কমবে।
দেবিদ্বার উপজেলা সাধারন মানুষ বলেন, একটি ফায়ার সার্ভিসের অভাবে দেবিদ্বারবাসী দীর্ঘদিন কষ্ট পেলেও ফায়ার সার্ভিস এর কাজ সম্পূর্ন হলে অনেকটা কষ্ট দূর হবে।তাই তারা আশা করেন অতি দ্রুত এই প্রকল্পের কার্যক্রম শুরু করে তা যেনো দৃশ্যমান হয়।

সংবাদ টি ভাল লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরোও সংবাদ
© All rights reserved © 2020-2021 cumillarbani24.com
ডিজাইন ও ডেভেলোপার by A K AZAD
themesba-lates1749691102