মোহাম্মদ উল্লাহ্ ভূইয়া(সোহাগ)
বেতন বৈষম্য নিরসনের দাবিতে দেবিদ্বার উপজেলা স্বাস্থকমপ্লেক্স এ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারি স্বাস্থ্য পরিদর্শকদের ১২ এবং স্বাস্থ্য সহকারিদের ১৩ গ্রেড প্রদানকরে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান স্বাস্থ্য কর্মীরা।
আজ সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। এতে মা ও শিশুদের টিকাদান কার্যক্রম, বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগী শনাক্তর করণসহ ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পরেছেন সেবা নিতে আসা রোগীরা। কর্মসূচি চলাকালে দেবিদ্বার স্বাস্থ্য সহকারিরা মতামত ব্যাক্ত করেন।তারা তাদের মতামতে বলেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।